ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে ৪ লাখ রুপিসহ হুন্ডি ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৬:১৯ পিএম, ১৮ জুন ২০২৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চার লাখ রুপিসহ হামিদুল ইসলাম (৫২) নামের এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার (১৮ জুন) দুপুরে উপজেলার শেখ হাসিনা ধরলা সেতুর পশ্চিম পাড়ের পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

হামিদুল ইসলাম উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল গ্রামের মৃত হাসিম আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত।

আরও পড়ুন: ৬ লাখ ভারতীয় রুপিসহ বাসের সুপারভাইজার আটক

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশি চালানো হয়। এ সময় হামিদুল ইসলামের মোটরসাইকেল থেকে চার লাখ রুপি ও আট হাজার টাকা জব্দ করা হয়। টাকাগুলো তিনি ব্যাংকে রাখার জন্য নিয়ে যাচ্ছিলেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, আটক হুন্ডি ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ফজলুল করিম ফারাজী/আরএইচ/এএসএম