ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ী থে‌কে সব রুটে বাস চলাচল শুরু

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৯:০৮ পিএম, ১৮ জুন ২০২৩

দীর্ঘ প্রায় ৩২ ঘণ্টা পর রাজবাড়ী থে‌কে ঢাকাসহ অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (১৮ জুন) রাত পৌনে ৯টার দি‌কে বাস চলাচ‌ল শুরুর বিষ‌য়টি নি‌শ্চিত ক‌রেন রাজবাড়ী জেলা বাস মা‌লিক গ্রু‌পের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।

তি‌নি ব‌লেন, ফ‌রিদপু‌রের গো‌ল্ডেন লাইন প‌রিবহ‌নের বাস ঈদের আগ পর্যন্ত রাজবাড়ী দি‌য়ে চল‌বে না। জেলা প্রশাসক সে বিষ‌য়ে তা‌দের আশ্বস্ত করেছেন। এজন্য তারা এখন থে‌কেই ঢাকাসহ সব রু‌টে বাস চলাচল শুরু কর‌ছেন।

আব্দুর রাজ্জাক আরও ব‌লেন, ঈদের পর ১০ থে‌কে ১৫ তা‌রি‌খের মধ্যে এম‌পি শাজাহান খা‌নের উপ‌স্থিতে এ বিষ‌য়ে আলোচনা হ‌বে। এর আগ পর্যন্ত গো‌ল্ডেন লাইনের বাস রাজবাড়ী‌ দিয়ে চল‌বে না।

ফ‌রিদপুরের গো‌ল্ডেন লাইন প‌রিবহ‌নের সঙ্গে রাজবাড়ীর বাস মা‌লিক স‌মি‌তির বি‌রো‌ধের জের ধ‌রে শ‌নিবার (১৭ জুন) দুপুর সা‌ড়ে ১২টা থে‌কে ঢাকাসহ অভ্যন্তরীণ রু‌টে বাস চলাচল বন্ধ ক‌রে দেয় রাজবাড়ীর বাস মা‌লিক স‌মিতি। এসময় ভোগা‌ন্তি‌তে পড়েন যাত্রীরা।

রু‌বেলুর রহমান/এসআর/এএসএম