ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিমি যানজট

উপজেলা প্রতিনিধি | রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১৮ জুন ২০২৩

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা অংশে তীব্র যানজট দেখা দিয়েছে।

রোববার (১৮ জুন) বিকেল থেকে কাঁচপুর থেকে আউখাবর পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।

খোঁজ নিয়ে জানা যায়, মহাসড়কের বরাবো এলাকায় খাদে পড়ে যাওয়া একটি ট্রাক ওঠানোর সময় রাস্তা বন্ধ হয়ে যায়। এতে যানজট দেখা দেয়। এ সময় এক পাশ বন্ধ করে অপর পাশ ছেড়ে সমন্বয় করে গাড়ি ছাড়া হলেও যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়।

রাত ৯টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে দীর্ঘ লাইন দেখা গেছে। যানজট তীব্র আকার ধারণ করে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে আউখাব পর্যন্ত ১০ কিলোমিটার এলাকা যানবাহন ঠাঁই দাঁড়িয়ে আছে।

আবুবকর নামের এক যাত্রী বলেন, শিমরাইল মোড় থেকে ভুলতা গাউছিয়া যাওয়ার উদ্দেশ্যে এক ঘণ্টা আগে বাসে উঠেছি। কিন্তু যানজটে এখনো তারাবো বিশ্বরোড পার হতে পারিনি। আগে এ পথ পার হতে ছয়-সাত মিনিট লাগতো। কখন গন্তব্যে পৌঁছাবো বলতে পারছি না।

ঢাকা-সিলেট সড়কে চলাচলকারী মেঘলা পরিবহনের যাত্রী শাহীন হোসেন বলেন, ঢাকা থেকে ভুলতা যেতে এক ঘণ্টার কম সময় লাগার কথা। তবে বরপা আসতেই লেগেছে দুঘণ্টা। কখন গন্তব্যে যেতে পারবো কে জানে।

রয়েল পরিবহনের চালক তুহিন হোসেন বলেন, মহাসড়কের বরপা, রূপসী, বরাবো এলাকায় থেমে থেমে যানজট নিত্যনৈমিত্ত ব্যাপার। এরওপর খাদে পড়া ট্রাক ওঠাতে রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে ধীরে ধীরে গাড়ির লাইন দীর্ঘ হয়ে যানজট তীব্র আকার ধারণ করেছে। পথে ভোগান্তি বেড়েছে। কখন যে এ যানজট শেষ হবে বুঝতে পারছি না।

এ বিষয়ে ভুলতা হাইওয়ে পুলিশের পরিদর্শক খাইরুল ইসলাম জাগো নিউজকে বলেন, মহাসড়কের বরাবো এলাকায় খাদে পড়ে যাওয়া একটি গাড়ি উঠাতে গিয়ে এ যানজটের সৃষ্টি হয়। খাদে পড়া গাড়ি ওঠানোর কাজ প্রায় ঘণ্টাখানেক আগেই শেষ হয়েছে। আমাদের হাইওয়ে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছে। আশা করি অল্প সময়ের মধ্যেই যানজট ছুটে মহাসড়ক স্বাভাবিক হয়ে যাবে।

এসজে