ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ১১:০১ এএম, ১৯ জুন ২০২৩

নোয়াখালীর চাটখিলে অস্ত্রসহ মো. ইব্রাহীম খলিল বাবু (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে তিন রাউন্ড কার্তুজসহ একটি পাইপগান জব্দ করা হয়।

রোববার (১৮ জুন) রাত সোয়া ১১টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের দত্তেরবাগ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

আরও পড়ুন: লোহাগাড়ায় অস্ত্রসহ ৪ যুবক গ্রেফতার 

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, অস্ত্র, মাদকসহ সাত মামলার পলাতক আসামি ইব্রাহীম খলিলকে দীর্ঘদিন থেকে খুঁজছে পুলিশ। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন ও খিলপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জাগো নিউজকে বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় আসামি বাবুর বিরুদ্ধে আরও একটি মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস