ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নদীতে রাইফেল হারিয়ে বরখাস্ত কনস্টেবল

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৮:২৭ এএম, ২১ জুন ২০২৩

মানিকগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে নদীতে রাইফেল হারিয়ে ফেলায় আল-আমিন নামে এক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বরখাস্তের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। এদিকে ডুবুরি নামিয়ে চেষ্টার পরও গত দুদিনেও রাইফেলটি উদ্ধার হয়নি।

আরও পড়ুন: ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নদীতে পড়ে গেলো পুলিশের রাইফেল

সোমবার (২৯ জুন) দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় যমুনা নদীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পুলিশ কনস্টেবল আল-আমিন পা পিছলে ড্রেজারে পড়ে যান। তার সঙ্গে থাকা রাইফেলটি নদীর পানিতে তলিয়ে যায়। প্রথমে স্থানীয়রা এবং পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাইফেলটি উদ্ধারে চেষ্টা চালান। কিন্তু প্রবল স্রোতের কারণে উদ্ধার করা কাজ ব্যহত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, ভ্রাম্যমাণ আদালতে অংশ নিয়ে কনস্টেবল আল-আমিন তার রাইফেলটি নদীতে হারিয়ে ফেলেন। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করেও রাইফেলটি উদ্ধার সম্ভব হয়নি। এজন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বি.এম খোরশেদ/এসজে/জেআইএম