বগুড়ায় বজ্রপাতে নববধূর মৃত্যু
ফাইল ছবি
বগুড়ার শেরপুরে বজ্রপাতে ফাতেমা বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২১জুন) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের খোকসাগাড়ি বিল এলাকায় এ ঘটনা ঘটে।
ফাতেমা বেগম ওই ইউনিয়নের মাগুড়াইর গ্রামের বাবু ওরফে রনি মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই মাস আগে ওই গৃহবধূর বিয়ে হয়। দুপুরের পর হঠাৎ বৃষ্টি শুরু হয়। এসময় ওই গৃহবধূ খোকসাগাড়ি বিলের মধ্যে হাঁস আনতে যান। ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুন: বজ্রপাত থেকে রক্ষা পেতে যা করবেন
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মিলনুর রহমান মিলন জানান, ওই গৃহবধূর বাড়ি দিনাজপুর সদরে। দুই মাস আগে মাগুরাতাইর গ্রামের বাবু ওরফে রনি মিয়ার সঙ্গে বিয়ে হয়। এরমধ্যে ঘটনাটি ঘটলো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরএইচ/এমএস