ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

প্রকাশিত: ০৬:৪৫ এএম, ১৪ মার্চ ২০১৬

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পন্ডিতষাড় (শিমলতলা) গ্রামে রিগান দেওয়ান (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে এ  ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ইতালি প্রবাসী ইমরান হাওলাদারকে আটক করেছে পুলিশ।

নিহত রিগান দেওয়ান বাবুল দেওয়ানের বড় ছেলে। এ ব্যাপারে নড়িয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

Narail-Manobbondon

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আনুমানিক রাত ১টার দিকে রিগানের মা আনোয়ারা বেগম কুকুর ডাকার শব্দ পায়। শব্দ পেয়ে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলে ঘরের বারান্দায় তিনি শব্দ শুনতে পায়। শব্দ পেয়ে ঘরের বারান্দায় গিয়ে দেখেন তার ছেলে রিগানকে ৭ থেকে ৮ জন কাঠ দিয়ে পেটাচ্ছে। তিনি চিৎকার করলে মাথায় রাইফেল ঠেকিয়ে তার হাত পা বেঁধে ফেলেন। তিনি দুইজনকে চিনে ফেলেন। চিনতে পারায় রিগানকে ডেগার দিয়ে পেটে এবং বুকে কোপ মারে। আশপাশের লোকজনের শব্দ পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে রিগানকে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘাষণা করেন।

Narail-Manobbondon

রিগান দেওয়ানের বাবা বাবুল দেওয়ান বলেন, সিদ কেটে ঘরে ঢুকে আমার ছেলেকে হত্যা করেছে যারা তারা এলাকার সন্ত্রাসী। তাদের বিচার চাই, ফাঁসি চাই।   

রিগান দেওয়ানের মা মনোয়ারা বেগম বলেন,  আমি শুধু শাহ আলম দেওয়ান ও মিন্টু মালতকে চিনতে পারছি। আমার ছেলেকে ওরা মেরে ফেলেছে। ওদের বিচার চাই। 

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী বলেন, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা একজনকে আটক করেছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ছগির হোসেন/এসএস/এমএস