ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাংবাদিক নাদিম হত্যা, রিমান্ড শেষে ৬ আসামি কারাগারে

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২১ জুন ২০২৩

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার ৬ আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২১ জুন) বিকেলে তাদের বকশীগঞ্জ আমলি আদালতে নেওয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এ আদেশ দেন।

আসামীরা হলেন- কফিল উদ্দিন, ফজলু মিয়া, শহিদ, মকবুল, ওহিদুজ্জামান, জাকিরুল ইসলাম। মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, তিনদিনের রিমান্ড শেষে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এসব তথ্য তদন্তের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া এ ৬ আসামি যেহেতু ১৬৪ ধারায় জবানবন্দি দেননি। তাই আরও রিমান্ড আবেদনের প্রয়োজন ছিল।

jagonews24

আরও পড়ুন: সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-স্মারকলিপি 

এর আগে গত ১৮ জুন নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুসহ ১৩ জনকে আদালতে তোলা হলে বাবুর পাঁচদিন, ৬ আসামির চারদিন ও ৬ আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১৪ জুন (বুধবার) রাত ১০টার দিকে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম অফিস থেকে বাড়ি ফেরার সময় বকশীগঞ্জের পাথাটিয়া এলাকায় দুর্বৃত্তরা তাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। তিনি বাংলা নিউজের জামালপুর প্রতিনিধি ছিলেন।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/জিকেএস