ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

২৯ কেজির বাঘাইড় ৩৫ হাজারে বিক্রি

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২২ জুন ২০২৩

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ২৯ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে। বৃহস্পতিবার (২২ জুন) সকালে আজগর হালদার নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

পরে দৌলতদিয়া বাজারের রওশন মোল্লার আড়তে নিয়ে গেলে মাছটি উন্মুক্ত নিলামে ব্যবসায়ী সম্রাট মো. শাহজাহান শেখ এক হাজার ২০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন।

আরও পড়ুন: পদ্মায় ধরা পড়লো ৩৫ কেজির বাঘাইড়, ৪৭ হাজারে বিক্রি 

এ বিষয়ে জেলে আজগর হালদার জানান, বেশ কিছুদিন ধরে পদ্মা নদীতে দেশীয় প্রজাতির বড় কোনো মাছ পাওয়া যাচ্ছিল না। মাছ না পাওয়ায় আমরা হতাশ ছিলাম। নদীতে পানি বাড়ায় বাঘাইড়টি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া মাছ বাজারের আড়তদার রওশন মোল্লার ঘরে বিক্রি করি।

মাছ ব্যবসায়ী সম্রাট মো. শাহজাহান শেখ বলেন, উন্মুক্ত নিলামের মাধ্যমে এক হাজার ২০০ টাকা কেজি দরে মাছটি কিনে বিক্রির জন্য ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এখন দেশের বিভিন্ন জায়গায় ফোন যোগাযোগ করা হচ্ছে। কেজিপ্রতি ১০০ টাকা লাভ পেলেই মাছটি বিক্রি করে দিবো।

রুবেলুর রহমান/আরএইচ/জিকেএস