ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রংপুরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: ০৮:২০ এএম, ১৪ মার্চ ২০১৬

রংপুরের কাউনিয়ায় আনোয়ারা আক্তার ওরফে পপি (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। রোববার রাত ১১ টায় উপজেলার নিজপাড়া গ্রামে নিজ শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পপি পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী ও নিজপাড়া গ্রামের আনোয়ারুল হাকিমের ছোট মেয়ে।

স্বজনদের বরাত দিয়ে কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম রব্বানি জাগো নিউজকে জানান, পপি চলতি বছর কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। আজ সোমবার ব্যবহারিক পরীক্ষা ছিল তার। কিন্তু রোববার সে পড়াশুনায় মনোযোগ না দেয়ায় তার মা তাকে বকাবকি করেন। এতে সে মায়ের উপর অভিমান করে রাত ৮টার দিকে নিজ শয়ন ঘরের ধরনায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে রাত ১০টার দিকে পরিবারের লোকজন দেখতে পেরে ফাঁস থেকে পপির মরদেহ নামিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানায়। স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পপির মরদেহ উদ্ধার করে।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বজনদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

জিতু কবীর/এসএস/এমএস