ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় মহিলা লীগ নেত্রীকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৮:২৪ পিএম, ২২ জুন ২০২৩

গাইবান্ধা জেলা আওয়ামী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী আক্তারকে দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে পলাশবাড়ী পৌর শহরের চৌরাস্তা মোড়ে রংপুর-ঢাকা মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা ঝাড়ু মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানার আশ্বাসে অবরোধ তুলে নেয়।

গাইবান্ধায় মহিলা লীগ নেত্রীকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

মানববন্ধনে বক্তব্য রাখেন- পৌর মেয়র গোলাম সারওয়ার বিপ্লব, পলাশবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনসহ ভুক্তভোগী এলাকাবাসী।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে শ্যামলী দলীয় প্রভাব খাটিয়ে ওই এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছেন। জমি দখল, এলাকার মানুষকে মামলা দিয়ে হয়রানী ও নির্যাতন করে আসছে শ্যামলী আক্তার।

শামীম সরকার শাহীন/আরএইচ/জেআইএম