শরীয়তপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১০
শরীয়তপুর পৌরসভার ধানুকায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘটিত এক সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার দুপুর ২টায় পৌরসভার ধানুকা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে ধানুকায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।
আহতরা হলেন, তুলাসার গ্রামের মোকলেছ ব্যাপারীর ছেলে টিপু ব্যাপারী (৩২), নীরুল হক ব্যাপারীর ছেলে ওমর ব্যাপারী (১৯), মজিদ ব্যাপারীর ছেলে উজ্জ্বল ব্যাপারী (২৫), খোকন ব্যাপারী (৪০), বাবুল ব্যাপারী (৪৫), সোনা মিয়া সিকদারের ছেলে আব্দুল হাই সিকদার (৬২), মজিদ সিকদার (৫৫), আব্দুল হাই সিকদারের মেয়ে সারমিন আক্তার (২৬) ও মোকলেছ মোল্লা(৩৫)।
সরেজমিনে গিয়ে জানা যায়, শরীয়তপুর পৌরসভার তুলাসার গ্রামের আব্দুল হাই সিকদার (৫৫) এবং মো. বাবুল বেপারীর (৪৫) মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় আব্দুল হাই সিকদার ধানুকা পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে দোকান ঘর তুলতে গেলে প্রতিপক্ষ মো. বাবুল ব্যাপারী লোকজন নিয়ে বাধা দেয়। দুদলের মধ্যে চলমান বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বেধে গেলে উভয় পক্ষের ১০ জন আহত হন।
এ ব্যাপারে বাবুল ব্যাপারী বলেন, ক্রয় সূত্রে এই সম্পত্তির মালিক আমরা। দীর্ঘ দিন যাবৎ আমরা ভোগ করে আসছি। আজ হঠাৎ করে তারা আমাদের জমিকে দখল নিতে আসলে আমরা বাধা দিয়েছি।
আব্দুল হাই সিকদারের ভাই আব্দুল আজিজ সিকদার বলেন, এই সম্পত্তি আমাদের পৈত্রিক সম্পত্তি । আমাদের সম্পত্তিতে আমার ভাই দোকান ঘর তুলতে গেলে বাবুল ব্যাপারীর লোকজন হামলা চালায়। এই হামলায় আমার ভাই গুরুতর আহত হয়েছে।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, ধানুকায় জমি নিয়ে বিরোধে যে সংঘর্ষ হয়েছে তা আমি শুনেছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ছগির হোসেন/এফএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ২ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৩ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি
- ৪ সিলেটে ৪২২ চোরাই মোবাইল জব্দ, চক্রের মূল হোতাসহ আটক ৪
- ৫ নীলফামারীতে ইউপি চেয়ারম্যানসহ আ’লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার