ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেষ সময়ে ব্যস্ত ঝালকাঠির কামারপাড়া

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ১১:০৪ এএম, ২৬ জুন ২০২৩

দম ফেলার ফুসরত নেই কামারপাড়ায়। কোরবানির ঈদকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন ঝালকাঠির কামার শিল্পীরা। ঈদের দিন সকাল পর্যন্ত চলবে তাদের এ ব্যস্ততা।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, টুংটাং শব্দে মুখরিত কামার পাড়া। গত এক মাস ধরে কামাররা ছুরি, চাকু, বটি, চাপাতি ও দা তৈরিতে ব্যস্ত রয়েছেন। কেউ কেউ পুরোনো এসব সরঞ্জামে শান দিচ্ছেন। বছরের বেশিরভাগ সময় তেমন কাজ না থাকলেও ঈদে সেটি পুষিয়ে নেওয়ার চেষ্টা থাকে।

jagonews24

একটি দা তৈরিতে প্রকারভেদে মজুরি নেওয়া হচ্ছে ২৫০-৬০০ টাকা, চাকু ১২০ টাকা, বড় ছুরি ৫০০-৭০০ টাকা ও বঁটি ৩০০-৪০০ টাকা।

জেলার বাজাপুরের বাগড়ি বাজারের শুভ্রত কর্মকার জানান, সারা বছর তেমন কাজ না থাকলেও ঈদে বিশ্রামের সময় পাই না। ঈদের অনেক আগ থেকে নতুন সরঞ্জাম তৈরি করে রাখি। অনেকে বানানোর সময় না পেয়ে নতুন জিনিস কিনতে চান।

আরও পড়ুন: কোরবানির ঈদে ব্যস্ত কামারপাড়া 

jagonews24

সঞ্জয় কর্মকার আরেকজন জানান, ঈদ মৌসুমটাই আমাদের টার্গেট থাকে। বছরের কয়েকটা দিন ভালো টাকা, ভালো উপার্জন করার চিন্তা করলে এ দিনগুলো ঘিরেই করা হয়।

সীমান্ত নামের এক যুবক জানান, আমার দাদাও এ কাজ করতেন। বাবা ৩০ বছর ধরে করছেন। সবমিলিয়ে ৬০ বছরের পুরোনো ব্যবসা আমাদের। এখন স্কুল বন্ধ তাই পরিবারকে সময় দিতে এসেছি।

কোরবানির সরঞ্জাম কিনতে আসা বাবুল আহমেদ বলেন, কোরবানির জন্য প্রয়োজন ছোট-বড় ছুরি। সে কারণে বাজারে এসেছি দা-বটি ও ছুরি কিনতে।

মো. আতিকুর রহমান/আরএইচ/জিকেএস