ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শায়েস্তাগঞ্জে প্রাণ-আরএফএল’র সহযোগিতায় ৭ কিলোমিটার খাল খনন

উপজেলা প্রতিনিধি | শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) | প্রকাশিত: ০৫:১১ পিএম, ২৬ জুন ২০২৩

শৈলজুড়া খালটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় অবস্থিত। দীর্ঘ সাত কিলোমিটার খালটি বহুবছর ধরে খনন না করায় ময়লা-আবর্জনা ও বর্জ্যে বিলীন হয়ে যাচ্ছিল।

হবিগঞ্জ জেলা প্রশাসন খালটি খননের উদ্যোগ নিলে দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ এবং স্কয়ার এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। খালটির খননকাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। এতে খালটি তার পুরোনো রূপ ফিরে পেয়েছে।

jagonews24

সোমবার (২৬ জুন) বেলা ১১টার দিকে হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ইসরাত জাহান শৈলজুড়া খালের খননকাজ পরিদর্শন করেন।

তিনি বলেন, শৈলজুড়া খালটির ঐতিহ্য রয়েছে। দীর্ঘদিন ধরে খালটি খনন না করাতে ময়লা আবর্জনা ও ফ্যাক্টরির বর্জ্যে ভরাট হয়ে গিয়েছিল। জেলা প্রশাসন খালটি পুনঃখননের উদ্যোগ নেয়। এ উদ্যোগে সহযোগিতার হাত বাড়ায় প্রাণ-আরএফএল এবং স্কয়ার গ্রুপ। তাদের সহযোগিতার ফলেই শৈলজুড়া খালটি তার পুরোনো রূপ ফিরে পেয়েছে।

jagonews24

এসময় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আখতারুজ্জামান টুকু, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক (প্রাণ) পরিবেশ স্বাস্থ্য ও নিরাপত্তা বিভাগের উপ-ব্যবস্থাপক শেখ শাহারিয়ার নেওয়াজ, আইনি বিভাগের সহকারী ব্যবস্থাপক আবদুর রহিম উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান আল রিয়াদ/এমআরআর/এমএস