রোকেয়া দিবসে বরিশালে মোমবাতি প্রজ্জ্বলন
মহিয়সী নারী বেগম রোকেয়া দিবস উপলক্ষে বরিশালে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রোকেয়া দিবস উদযাপন পরিষদ অশ্বিনী কুমার হল চত্বরে রোকেয়া এন হোসেনের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং মোমবাতি প্রজ্জ্বলন করে ।
অনুষ্ঠানে মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন বলেন, রোকেয়া এন হোসেন নারী জাগরণ ও শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে যে মোমবাতি প্রজ্জ্বল করে গেছেন যার আলো বাংলার ঘরে ঘরে আজো বিদ্যমান।
তার দেখানো পথ ধরে সামনে এগিয়ে চলতে নারীদের তিনি আহ্বান জানান ।
আরো বক্তব্য রাখেন খেলাঘর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শুভঙ্কর চক্রবর্তী, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, নারী নেত্রী নিগার সুলতানা হনুফা, আইসিডিএর নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদসহ অন্যরা।
এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।