ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৯:১০ পিএম, ২৬ জুন ২০২৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরে ডুবে ফাহিম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ফাহিম উপজেলার কাশিপুর ইউনিয়ন অনন্তপুর গ্রামের মমিনুল হকের ছেলে।

সোমবার (২৬ জুন) বিকেলে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুর চাচা মানিক মিয়া জানান, ফাহিম বাড়ির বাইরে উঠানে খেলতে খেলতে সবার অগোচরে পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ পর পথচারীরা পুকুরের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় পানিতে তার মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরে পরিবারের লোকজন পুকুর থেকে মরদেহ উদ্ধার করে।

কাশিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ফজলুল করিম ফারাজী/এমআরআর/এমএস