ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পর্যটক বরণে প্রস্তুত রাঙ্গামাটি

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ২৭ জুন ২০২৩

পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন। এরইমধ্যে অনেকে ব্যস্ত কোরবানির পশু কেনায়, আবার কেউ কেউ ঈদের ছুটিতে ঘোরার পরিকল্পনায় ব্যস্ত।

ছুটিতে পর্যটকদের অন্যতম পছন্দের তালিকায় থাকে পাহাড় আর হ্রদে ঘেরা জেলা রাঙ্গামাটি। তাই তো পর্যটকদের বরণে এরইমধ্যে অগ্রিম বুকিং নেওয়া শুরু করেছে হোটেল-মোটেলগুলো।

পর্যটক বরণে প্রস্তুত রাঙ্গামাটি

রাঙ্গামাটি হোটেল গ্র্যান্ড মাস্টারের স্বত্বাধিকারী হাসমত আলী বলেন, আমাদের বর্তমানে মোটামুটি বুকিং রয়েছে। ঈদের পরেও অগ্রিম বুকিং পড়েছে কিছু। আশা করছি আরও কিছু বুকিং হবে।

পর্যটক বরণে প্রস্তুত রাঙ্গামাটি

হোটেল আফসানের ব্যবস্থাপক নাজিম আহমেদ বলেন, ঈদে অগ্রিম বুকিং আছে কিছুটা। তবে আশা করছি, সামনে আরও কিছু বুকিং হবে।

পর্যটক বরণে প্রস্তুত রাঙ্গামাটি

অন্যদিকে, মেঘের রাজ্য সাজেকও পর্যটকের অপেক্ষায়। সেখানকার কটেজ মালিকরাও এ ঈদে পর্যটকের সমাগম হবে বলে প্রত্যাশায় প্রহর গুনছেন।

জুম ঘর ইকো রিসোর্টের ব্যবস্থাপক কনক ত্রিপুরা বলেন, ঈদের পরে তিনদিন আমাদের মোটামুটি বুকিং রয়েছে। আশা করছি, আরও কিছু বুকিং হবে। অনেকেই যোগাযোগ করছে।

সাইফুল উদ্দীন/এমআরআর/জেআইএম