ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদ আনন্দে খেলনা উপহার পেলো ৩০০ শিশু

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৮:১০ পিএম, ২৯ জুন ২০২৩

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটের ৩০০ শিশুকে খেলনা উপহার দেওয়া হয়েছে। খেলনা পেয়ে ঈদের আনন্দ কয়েকগুণ বেড়ে যায় কমলমতি শিশুদের।

বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের দিন বিকেলে পাটগ্রাম উপজেলার জমগ্রাম এলাকায় শিশুদের হাতে এ খেলনাসামগ্রী তুলে দেওয়া হয়।

jagonews24

গুড উইল এডুটেক সংগঠনের প্রতিষ্ঠাতা ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে মোট ১ হাজার ৮৫ শিশুকে খেলনা বিতরণ করা হয়।

জানা গেছে, ২০২০ সাল থেকে গুড উইল এডুটেক শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগির উদ্যোগ নেয়। প্রতিবছর প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিশুদের ঈদ উপহার হিসেবে খেলনা সামগ্রী দেওয়া হয়। গুড উইল এডুটেক সংগঠনের দাতা সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী সহিদুল আলম। এবছর লালমনিরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ১ হাজার ৮৫ শিশুর মাঝে খেলনা উপহার দেওয়া হয়।

খেলনা বিতরণের সময় আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী ইফতেখার হোসেন মাসুদ, বাউরা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মামুন হোসেন সরকার, আব্দুল হামিদ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা মকবুলার রহমান মিঠুসহ আরও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রকৌশলী ইফতেখার হোসেন মাসুদ বলেন, জান্নাতুল ফেরদৌস বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রবাসী সহিদুল আলমের মাধ্যমে বৃত্তির ব্যবস্থা করে দিয়েছিলাম।

jagonews24

তিনি আরও বলেন, জান্নাতুল ফেরদৌস প্রচণ্ড মেধাবী শিক্ষার্থী হওয়ায় তার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে ঢাকা নার্সিং কলেজে পড়ার সুযোগ পেয়েছে। শিশুদের নিয়ে তার আনন্দ ভাগাভাগির ব্যতিক্রমী বিষয়টি আমার খুব ভালো লেগেছে।

শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, ২০২০ সালে প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিশুদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এই খেলনাসামগ্রী বিতরণ করা হয়। প্রতিবছর আমাদের এই কার্যক্রম চলবে।

রবিউল হাসান/এমআরআর/জিকেএস