ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দৌলতদিয়ায় ১৪০০ পরিবারকে কোরবানির মাংস দিলো উত্তরণ

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২৯ জুন ২০২৩

‘কাউকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার যৌনপল্লিসহ তৃতীয় লিঙ্গের ১ হাজার ৪০০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে দৌলতদিয়া ঘাট রেলস্টেশন এলাকায় উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের ব্যবস্থাপনায় প্রত্যেকের মাঝে এক কেজি করে মাংস বিতরণ করা হয়।

এসময় রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম, উত্তরণ ফাউন্ডেশনের সদস্য লুলু আল মারজান, সৈয়দ মোশারফ আলী মিরশাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

jagonews24

রাজবাড়ীর পুলিশ সুপার বলেন, উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান দৌলতদিয়া যৌনপল্লিতে বসবাসরত ও তৃতীয় লিঙ্গের সুবিধাবঞ্চিত মোট ১৪০০ পরিবারের মাঝে এক কেজি করে কোরবানির মাংস উপহার দিয়েছেন। তিনি সবসময় অসহায় মানুষদের নিয়ে ভাবেন। এছাড়া উত্তরণ ফাউন্ডেশনের মাধ্যমে এই যৌনপল্লির বাসিন্দাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয়।

তিনি আরও বলেন, সমাজের অনেক বৃত্তবান আছেন, যাদের একটু সহযোগিতায় এরকম সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটতে পারে। তাই সমাজের অসহায় মানুষের প্রতি তাদের সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ জানাচ্ছি।

রুবেলুর রহমান/এমআরআর/জিকেএস