ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যন্ত্রণায় কাতরাচ্ছেন মা ও প্রতিবন্ধী মেয়ে

প্রকাশিত: ০৩:৪৫ এএম, ১৫ মার্চ ২০১৬

তিন দিন ধরে ঈশ্বরদী হাসপাতালের নারী ওয়ার্ডে যন্ত্রণায় কাতরাচ্ছেন মা ও মেয়ে। প্রতিবেশী দুই ভাই তাদের পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মহিদুল প্রামানিক (৩২) ও আমজাদ প্রামানিক (৩৪) নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আহতরা হলেন- বাক প্রতিবর্ন্ধী সুবর্ণা খাতুন (২২)। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তার মায়ের নাম মর্জিনা খাতুন (৩৫)।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৩ মার্চ ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনসিদপুর গ্রামে গরু কিনতে মর্জিনা খাতুন প্রতিবেশী আমজাদ প্রামানিকের বাড়িতে যান। এ সময় গরুর দাম নিয়ে কথা কাটাকাটি হলে আমজাদের ছোট ভাই মহিদুলও ঝগড়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মহিদুল ও আমজাদ মর্জিনা খাতুনকে মাটিতে ফেলে দিয়ে চুলের মুঠি ধরে টানতে টানতে ধানের চাতালে নিয়ে গিয়ে শাবল ও লোহার রড দিয়ে নির্মমভাবে পেটাতে থাকে। এ সময় মর্জিনা খাতুন অচেতন হয়ে যান। মাকে রক্ষার জন্য প্রতিবন্ধী মেয়ে সুবর্না খাতুন এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এরপর প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মর্জিনা খাতুনের ভাশুর এসকেন আলী প্রামানিক বাদী হয়ে এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করেছেন। আটকদের আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

আলাউদ্দিন আহমেদ/এসএস/পিআর