ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রহ্মপুত্রে গোসলে নেমে কিশোর নিখোঁজ

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৪:২২ পিএম, ৩০ জুন ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অলিপুরা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে সিয়াম নামের (১৫) এক কিশোর নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (৩০ জুন) দুপুরে নিখোঁজ হন ওই কিশোর। নিখোঁজ সিয়াম সোনারগাঁ উপজেলার নাজিরপুর মগবাজার এলাকার মৃত হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অলিপুরা ব্রিজের নিচে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানির স্রোতে তলিয়ে যায় সিয়াম। এসময় তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে আত্মীয় স্বজনকে জানায়। পরবর্তীতে তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে আসেন।

আরও পড়ুন: ভোলায় ফিশিংবোট ডুবির পাঁচদিন পর ৫ জেলের মরদেহ উদ্ধার

সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই কিশোরকে উদ্ধার করতে আমাদের দুটি ইউনিট কাজ করছে। পাশাপাশি নারায়ণগঞ্জের এক ডুবুরি টিমকে ঘটনাস্থলে আনা হচ্ছে। এখনো পর্যন্ত ওই কিশোরের কোনো খোঁজ পাওয়া যায়নি।

রাশেদুল ইসলাম রাজু/জেএস/এএসএম