গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নিহত ১
ফাইল ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুস কুদ্দুস (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করছে পুলিশ।
রোববার (২ জুলাই) সকালে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শনিবার রাত ১০টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস কুদ্দুস ওই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা
পুলিশ ও স্থানীয়রা জানান, খুকশিয়া গ্রামের মধু মিয়া ও আনছার আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এনিয়ে শনিবার সকালে বিরোধপূর্ণ জমিতে দুই পক্ষ সীমানা নির্ধারণের জন্য সার্ভেয়ার (আমিন) নিয়ে আসেন। জমি পরিমাপের পরও বিরোধের সমাধান করতে পারেননি। একপর্যায়ে রাত ১০টার দিকে আনছারের ভাই আব্দুল কুদ্দুসের সঙ্গে মধু মিয়ার তর্ক শুরু হয়। হঠাৎ মধুসহ তার শরিকরা কুদ্দুসের ওপর হামলা চলায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। এলাকাবাসী হত্যাকারীদের ঘরের মধ্যে আটকে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করেন। সেই সঙ্গে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠায়।
আটক হলেন- খুকশিয়া গ্রামের সংশেরের ছেলে মধু মিয়া, মুনসুর আলীর ছেলে ছকু মিয়া, সাইদার রহমান, সানোয়ার হোসেন, আরিফ মিয়ার ছেলে কাওসার আলী, মিলন মিয়ার ছেলে মনতাজ আলী, মধুর স্ত্রী শিউলি বেগম, দুই মেয়ে মিম আক্তার ও মিতু আক্তার এবং সানোয়ারের স্ত্রী সুমনা বেগম।
ওসি শামছুল আলম বলেন, ঘটনায় জড়িত ১০ জনকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। রাতেই একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শামীম সরকার শাহীন/আরএইচ/এমএস