নওগাঁয় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কেটে দুলজান বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার মহাদিঘী এলাকার রেললাইনের পাশ থেকে দুলজানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুলজান বেওয়া উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত গরিবুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুলজান বেওয়া ভিক্ষা করতেন। সকালে তিনি ভিক্ষা করার জন্য গ্রামের বাড়ি থেকে ছোট এক নাতিকে সঙ্গে নিয়ে বের হন। সকাল সাড়ে ৭টার দিকে মহাদিঘী এলাকায় রেললাইনের একটি ব্রিজ পার হওয়ার সময় পার্বতী-রাজশাহীগামী উত্তরা মেইল ট্রেনের নিচে পড়ে কেটে মারা যান। এ সময় তার সঙ্গে থাকা নাতি ব্রিজের নিচে পানিতে লাফ দিয়ে বেঁচে যায়।
বাংলাদেশ রেলওয়ে পুলিশ (জিআরপি) সান্তাহার থানার সেকেন্ড অফিসার আসাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জনশূন্য এলাকায় দুর্ঘটনাটি ঘটায় সকালে জানা সম্ভব হয়নি। সংবাদ পেয়ে দুপূরে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
আব্বাস আলী/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি