ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশাল

একদিনে ৫০০ টাকা কমলো কাঁচা মরিচের দাম

জেলা প্রতিনিধি | বরিশাল | প্রকাশিত: ০২:২২ পিএম, ০৩ জুলাই ২০২৩

বরিশালে একদিনের ব্যবধানে ৫০০ টাকা কমেছে কাঁচা মরিচের দাম। সোমবার (৩ জুলাই) নগরীর বিভিন্ন বাজারে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। এর আগে কেজিপ্রতি কাঁচা মরিচ ৮০০ টাকায় বিক্রি হয়েছে।

বাজার ঘুরে দেখা যায়, বাজারে ৩০০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। তবে বরিশালের একমাত্র পাইকারি কাঁচামালের বাজারে ১৮০-২৫০ টাকা দরে কাঁচামরিচ বিক্রি করতে দেখা গেছে।

একদিনে ৫০০ টাকা কমলো কাঁচা মরিচের দাম

সিটি মার্কেটের দুলাল বাণিজ্যালয়ের মালিক আমিন শুভ জানান, এক সপ্তাহ ধরে কাঁচা মরিচের দাম বেশি ছিল। আমদানি হওয়ায় মরিচের দাম কমেছে। এখন ইন্ডিয়ান কাঁচামরিচ ১৮০-২০০ টাকা ও দেশি কাঁচা মরিচ ২০০-২৫০ টাকায় বিক্রি করছি। তবে দুয়েক দিনের মধ্যে কাঁচা মরিচের দাম আরও কমবে।

আরও পড়ুন: আরও কমেছে পেঁয়াজের ঝাঁজ, সবজি-কাঁচা মরিচের দাম চড়া

ওই মার্কেটের শাহারিয়া বাণিজ্যালয়ের ম্যানেজার রাশেদুল আলম জানান, কাঁচা মরিচের পর্যাপ্ত পরিমাণে সরবরাহ না থাকায় ৬০০-৬৫০ টাকা বিক্রি হয়েছে। সকাল থেকে আড়তে ইন্ডিয়ান মরিচ ঢুকেছে। তাই মূল্য কমে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

একদিনে ৫০০ টাকা কমলো কাঁচা মরিচের দাম

নগরীর বাংলা বাজার এলাকার সবজি বিক্রেতা জাহিদ হোসেন বলেন, পাইকারি বাজার থেকে ২০০ টাকা দরে কাঁচামরিচ কিনে ৩০০-৩৫০ টাকায় বিক্রি না করলে খরচে পোষায় না।

একদিনে ৫০০ টাকা কমলো কাঁচা মরিচের দাম

এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জাগো নিউজকে জানান, বাজার দর সাধারণ মানুষের নাগালে রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। কয়েকটি বাজারে কাঁচামরিচের কেজি ৩৫০ টাকার বেশি বিক্রি করতে দেখা গেছে। তাদের সাবধান করা হয়েছে। পাশাপাশি পাইকারি বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিক্রি করার জন্য বলা হয়েছে।

শাওন খান/আরএইচ/জেআইএম