ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নদীতে ঝাঁপ, কিশোর নিখোঁজ

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০৩ জুলাই ২০২৩

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে ইয়াছিন (১৫) নামে এক কিশোরের নিখোঁজ হয়েছে।

রোববার (২ জুলাই) সন্ধ্যায় দিকে কুলিয়ারচরের কালী নদীর উপর নির্মিত জিল্লুর রহমান সেতুর নিচে সবাই নদীতে ঝাঁপ দিয়ে ওঠে আসলেও ইয়াছিনকে পাওয়া যায়নি।

সোমবার (৩ জুলাই) সকালে কুলিয়ারচরের কালী নদীতে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। ইয়াছিন কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব গোবরিয়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

জানা যায়, ২ জুলাই সকালে বন্ধুদের সঙ্গে নৌকায় কুলিয়ারচর থেকে অষ্টগ্রামে নৌকা ভ্রমণে যায় ইয়াছিন। দিনব্যাপী ঘোরাফেরা শেষে সন্ধ্যা দিকে কুলিয়ারচরের কালী নদীর উপর নির্মিত জিল্লুর রহমান সেতুর নিচে বন্ধুদের সঙ্গে নদীতে ঝাঁপ দেয় ইয়াছিন। সবাই ওঠে আসলেও ইয়াছিন আর ওঠে আসেনি।

আরও পড়ুন: চাকরির পরীক্ষা দিয়ে নিখোঁজ, বাড়ি ফিরলেন লাশ হয়ে

ইয়াছিনের বাবা বাচ্চু মিয়া বলেন, রোববারে সন্ধ্যা ৬টার দিকে আমার ছেলের সঙ্গে মোবাইল ফোনে আমার মেয়ের শেষবার কথা হয়েছে যে তারা নৌকা ভ্রমণ থেকে চলে আসার পথে। ৭টার সময় মোবাইল ফোনে খবর আসছে যে ইয়াসিনের সমস্যা হয়েছে, তাড়াতাড়ি আসতে হবে। পরে এসে দেখি ইয়াসিন নিখোঁজ। নদী থেকে তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবির দল কাজ করছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুজর গিফারী জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল থেকে ইয়াছিনকে উদ্ধার করা জন্য তিন সদস্যদের একটি ডুবরি দল কাজ করছে। এখনও তার সন্ধান পাওয়া যায়নি।

 এসকে রাসেল/জেএস/জিকেএস