ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুলের বারান্দায় মিললো বৃদ্ধের মরদেহ

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ০৩ জুলাই ২০২৩

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের বারান্দা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ জুলাই) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃতের বয়স আনুমানিক ৭০ বছর।

স্থানীয়রা জানান, অজ্ঞাত ওই বৃদ্ধকে বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ের বারান্দায় থাকতে দেখা গেছে। তাকে দেখে মানসিকভাবে অসুস্থ মনে হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, সোমবার বিদ্যালয় ভবনের বারান্দায় বৃদ্ধের মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরবর্তীতে নলদী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

হাফিজুল নিলু/এফএ/জিকেএস