নদী সাঁতরে মিয়ানমার থেকে টেকনাফে এলো বাচ্চা হাতি
মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় ঢুকে পড়েছে একটি বাচ্চা হাতি। এর উচ্চতা প্রায় সাত ফুট।
সোমবার (৩ জুলাই) সকালে শাহপরীর দ্বীপে ঘোলারচর ঝাউবাগানে বাচ্চা হাতিটি ঢুকে পড়ে বলে জানিয়েছেন কক্সবাজারের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও-দক্ষিণ) সরওয়ার আলম।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে মিয়ানমারের পাহাড়ি এলাকা থেকে নাফ নদীতে পানি পান করতে এসেছিল হাতির পাল। এসময় হয়তো লোকজনের তাড়া খেয়ে বাচ্চা হাতিটি নদীতে নেমে পড়ে। পরে সাঁতরে বাংলাদেশে ঢুকে পড়েছে। এটির বয়স আনুমানিক ৮ মাস।

বনকর্মকর্তা সরওয়ার আলম আরও জানান, সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী বাচ্চা হাতিটি এখনো ঘোলারচর ঝাউ বাগানে অবস্থান করছে। বাচ্চা হাতিটিকে বনে ফেরাতে বনবিভাগ ও কোস্টালের লোকজন কাজ করছেন।
এর আগেও বেশ কয়েকটি হাতি নাফ নদী সাঁতরে বাংলাদেশ সীমান্তে এসে শাহপরীর দ্বীপ ও জালিয়াপাড়া এলাকায় উঠেছিল।
সায়ীদ আলমগীর/এসআর/এএসএম