ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চেয়ারম্যান একরাম হত্যা মামলার চার্জ গঠন

প্রকাশিত: ০৯:৩১ এএম, ১৫ মার্চ ২০১৬

ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার চার্জ গঠন করেছেন আদালত। ফেনী জেলা দায়রা জজ আদালতের বিচারক দেওয়ান মোহাম্মদ সফিউল্লাহর আদালতে মামলার সকল আসামি উপস্থিত থাকায় আদালত চার্জ গঠন করে উপস্থিত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার বেলা ১১ টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতে হাজির করা হয়।

ফেনী জজ আদালত পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহম্মদ  বলেন, গ্রেফতারকৃত ৪৪ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। পরে আদালত ৫৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১২ এপ্রিল সাক্ষগ্রহণের তারিখ নির্ধারণ করেন।
 
উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি সড়কে প্রকাশ্যে একরামকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে এবং তাকে বহনকারী মাইক্রোবাসটি আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

এ ঘটনায় তার ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন। পরে আইন শৃঙ্খলা বাহিনী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আদেল, সাবেক ফেনী পৌর কমিশনার শিবলু, যুবলীগ নেতা মিস্টার ও জিহাদসহ ৪৪ জনকে গ্রেফতার করেন।

জহিরুল হক মিলু/এফএ/আরআইপি