ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীর দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ০৪ জুলাই ২০২৩

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া পণ্য বাজারজাতকরণ এবং মূল্য ও পণ্যের পরিমাণ উল্লেখ না থাকায় ফেনীর দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে এ জরিমানা করেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার সুলতানা নাসরিন কান্তা এবং পূদম পুষ্প চাকমা।

বিএসটিআই কুমিল্লা জেলা অফিস সূত্র জানায়, ফেনীর ট্রাংক রোডের জয় গোপাল দধি ভান্ডার পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না নিয়ে দধি ও রসমালাই উৎপাদন, মোড়কজাত এবং বিক্রির অপরাধে ম্যানেজার রাজু ঘোষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত পণ্য বিক্রি, প্যাকেজিং ও বাজারজাতকরণের সনদ না থাকা, খাদ্যপণ্যের মোড়কে বিএসটিআই ট্রেডমার্ক, মূল্য ও পণ্যের পরিমাণ উল্লেখ না থাকায় ফেনীর মহিপালের নিউ ফুলকলি সুইটস অ্যান্ড কনফেকশনারির স্বত্বাধিকারী মো. কামাল হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা কাজী মো. শাহান জানান, পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/এমএস