শেরপুরে জমি নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
শেরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. শাহজামাল (৩৫) নামে এক কৃষক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর গেরামারা গ্রামে হামলার এ ঘটনা ঘটে।
নিহত শাহজামাল ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে। আহতরা হচ্ছেন- নিহত কৃষক শাহজামালের ছোট ভাই মো. নূর হোসেন (১৮) ও ছোট বোনের স্বামী মো. তরিকুল ইসলাম (২৬)। তারা জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে সদর উপজেলার চান্দেরনগর গেরামারা গ্রামের চাঁন মিয়ার সঙ্গে তার নিকটাত্মীয় মোফাজ্জল হোসেন ও মিয়ার উদ্দিনের বিরোধ চলছিল। কয়েকদিন আগে চাঁন মিয়া জমির বিরোধপূর্ণ সীমানায় একটি গাছ লাগান। এর জেরে মঙ্গলবার সকাল ৭টার দিকে চাঁন মিয়ার ছেলে শাহজামালের সঙ্গে মোফাজ্জল ও মিয়ার উদ্দিনের বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে মোফাজ্জল ও মিয়ার উদ্দিনের নেতৃত্বে ২৫-৩০ জন দা, লাঠি, ফালাসহ দেশীয় অস্ত্র নিয়ে শাহজামালের ওপর হামলা করেন। এতে শাহজামাল গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় শাহজামালকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল রেজা বলেন, সুরতহাল প্রতিবেদনে নিহত শাহজামালের মাথা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশের অভিযান চলছে।
ইমরান হাসান রাব্বী/এএএইচ