ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনসিডিল পাচারের সময় ভারতীয় নাগরিকসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০১:০৩ পিএম, ০৫ জুলাই ২০২৩

রাজশাহীতে ফেনসিডিল পাচারের সময় এক ভারতীয় নাগরিকসহ দুইজনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (৪ জুলাই) দিনগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার কাগমারি এলাকার মৃত নুজবার শেখের ছেলে জামরুল শেখ (৩৪) ও রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মৃত খাদেম মণ্ডলের ছেলে চপল আলী (৩৫)।

আরও পড়ুন: মাদারীপুরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৮

বুধবার (৫ জুলাই) দুপুরে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালায় জেলা ডিবির একটি দল। এসময় আসামি ভারতীয় নাগরিক জামরুল ৭৪৩ বোতল ফেনসিডিল নিয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে বাংলাদেশে নিয়ে আসে। তার কাছে থেকে এগুলো নিতে আসে বাংলাদেশের মাদক কারবারি জামরুল। এ সময় তাদের গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় বাঘা থানায় মামলা করা হয়েছে।

সাখাওয়াত হোসেন/জেএস/এমএস