পিরোজপুরে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন
পিরোজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেছেন, কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণসংযোগ চলাকালীন সময়ে কৌশলে ও নাটকীয় কায়দায় অবৈধ অস্ত্র ও গুলি হাতে ধরিয়ে দিয়ে ফাঁসিয়ে দেয়া হয়েছে আমার ভাইকে।
মঙ্গলবার সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্প্রতি রিভলভার ও গুলিসহ আটক কামাল গাজীর ভাই ও শিয়ালকাঠী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গাজী সিদ্দিকুর রহমান।
লিখিত বক্তব্যে গাজী সিদ্দিকুর রহমান বলেন, ওই দিন সকালে শঙ্করপুর এলাকায় গণসংযোগের সময় আমার ভাই মো. কামাল গাজীকে প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী সিকদার মো. দেলোয়ার হোসেনের ভাই লতিফ সিকদার পরিকল্পিতভাবে অপহরণ ও মারধর করে একটি দেশীয় রিভালভার সঙ্গে দিয়ে পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে বলেন, শঙ্করপুর গ্রামে জেপি মনোনীত প্রার্থী মো. দেলোয়ার হোসেনের কর্মীরা প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গেলে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী গাজী সিদ্দিকুর রহমানের কর্মীরা তাদের উপর হামলা চালায় এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিক গাজীর ভাই কামাল গাজী রিভলভার দিয়ে প্রতিপক্ষের লোকদের উপর গুলি চালাতে চেষ্টা করলে জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
হাসান মামুন/এফএ/এবিএস