সাঁথিয়ায় ভেজাল দুধের কারখানায় ৫ লাখ টাকা জরিমানা
পাবনার সাঁথিয়া উপজেলার বোয়ালমারী গ্রামের সুরঞ্জিত ঘোষের ভেজাল দুধের কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সফিকুল ইসলাম এই জরিমানার রায় প্রদান করেন। দুধের কারখানার মালিক উপজেলার বোয়ালমারি গ্রামের সুনীল ঘোষের ছেলে সুরঞ্জিত ঘোষ।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার সফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন র্যাব ও পুলিশের সহযোগিতায় সাঁথিয়া উপজেলার বোয়ালমারী গ্রামে সুরঞ্জিত ঘোষের কারখানায় অভিযান চালায়। অভিযানকালে কর্মকর্তারা ভেজাল দুধ তৈরির উপকরণ এবং ভেজাল দুধ তৈরির সত্যতা পান। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানার মালিক সুরঞ্জিত ঘোষকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার সম্পূর্ণ টাকা পরিশোধ করে সুরঞ্জিত মুক্ত হন।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল উদ্দিন, পাবনা র্যাব-১২ এর ডিএডি মিজানসহ সাঁথিয়া থানার পুলিশ উপস্থিত ছিলেন।
একে জামান/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি