ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় নিজ দলের প্রার্থীর বিরুদ্ধে মাঠে নেমেছে আ.লীগ

প্রকাশিত: ১২:২৫ পিএম, ১৫ মার্চ ২০১৬

দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে আর মাত্র ৭ দিন বাকী। এই নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে খুলনায় জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। বিরাজ করছে উৎসবের আমেজ। ইতোপূর্বে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বিএনপির নেতারা প্রচারণায় অংশ নিলেও এবার আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে সরাসরি মাঠে নেমেছেন আওয়ামী লীগের জেলা পর্যায়ের শীর্ষ নেতারা।

সূত্র জানায়, জেলার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ফিরোজ মোল্লা। অপরদিকে মনোনয়ন দাবি করে না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হয়েছেন হায়দার আলী মোড়ল। অপর দাবিদার ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের নেতা শেখ মারুফুল ইসলাম। মনোনয়ন না পেয়ে তিনি নির্বাচনে অংশ না নিলেও তার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে।

দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর হোসেন বলেন, জেলা আওয়ামী লীগের নেতা শেখ মারুফুল ইসলাম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। যা দলীয় প্রার্থীর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
 
তবে বিষয়টি অস্বীকার করেছেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ মারুফুল ইসলাম। তিনি বলেন, যারা এ ধরনের কথা বলছে তারাই বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। আমাকে মনোনয়ন না দেয়ায় আমি চুপ করে বসে আছি। জেলার নেতারাও আমাকে কিছু বলেনি।

আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, শুধু দিঘলিয়াতেই নয়, সারা খুলনা জেলাতেই এমন পরিস্থিতি বিরাজ করছে। তৃণমূলের নির্ধারণ করে দেয়া প্রার্থীদের শতকরা ৭০ ভাগই মনোনয়ন পায়নি। ফলে অনেকেই ক্ষিপ্ত হয়ে বিরুপ আচরণ করতে শুরু করেছেন।

আলমগীর হান্নান/এমএএস/আরআইপি