ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লালমনিরহাটে নিবার্চনী সহিংসতায় আহত ১০

প্রকাশিত: ০১:২৩ পিএম, ১৫ মার্চ ২০১৬

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থী ও তার লোকজনের উপর হামলা চালিয়েছে নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে সানিয়াজানের নতুন হাট এলাকায় এ ঘটনা ঘটে। এদের মধ্যে গুরতর আহত আকবর হোসেনকে (৫২) হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে থানা পুলিশের টহল বাড়ানো হয়েছে।

জানা যায়, উপজেলার সানিয়াজন ইউনিয়নের নয়ার বাজার এলাকায় আনারস প্রতীকের প্রচারণায় যায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল গফুর ও তার সমর্থকরা। এসময় সেখানে অতর্কিত হামলা চালায় আ.লীগ মনোনীত প্রার্থী আবুল হাশেম তালুকদারের সমর্থকরা। এতে উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়।

আহতরা হলেন, সানিয়াজান ইউপি চেয়ারম্যান এনায়াতুল্লাহর ছেলে শাকিল আহম্মেদ (৩৫), আকবর (৩৬), বাছেদ (২৫), ইউসুফ (৩০), আবদার (২৮), আমির হোসেন (২৫), জাহেদুল (২০), লালমিয়া (২৮), খাদেমুল (২৩), মমিনুল(৩০)। পরে ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে আ.লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল গফুর বলেন, আমার শান্তিপূর্ণ প্রচারণায় নৌকা প্রতীকের প্রার্থী হাশেম তালুকদার তার সমর্থকদের নিয়ে নিজেই হামলা চালিয়েছেন। তাই এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

সানিয়াজান ইউনিয়নে আ.লীগ মনোনীত প্রার্থী হাশেম তালুকদার বলেন, আব্দুল গফুরের সঙ্গে তার শুধু কথা কাটাকাটি হয়েছে মাত্র। কিন্তু এনিয়ে গফুরের সমর্থকরাই তার লোকজনের উপর হামলা চালায় বলে দাবি হাশেম তালুকদারের।  

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
    
রবিউল হাসান/এমএএস/আরআইপি