ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নিখোঁজের ৪ দিন পর বাঁশ বাগানে মিললো নারীর মরদেহ

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৫:১৪ পিএম, ০৭ জুলাই ২০২৩

মাদারীপুরে নিখোঁজের চারদিন পর ঝর্ণা বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ জুলাই) দুপুরে শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের সাড়ে বিশ রশি গ্রামের একটি বাঁশ বাগান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ঝর্ণা বেগম সাড়ে বিশ রশি গ্রামের মৃত হাকিম আলী মুন্সির মেয়ে ও নড়াইল জেলার বাসিন্দা খোকন বিশ্বাসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঝর্ণা বেগম পেশায় শ্রমিক ছিলেন। তার দুই ছেলে সন্তান রয়েছে। প্রথম স্বামীর সঙ্গে তার তালাক হয়। পরে খোকন বিশ্বাসকে বিয়ে করেন। এরপর খোকন বিশ্বাসকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন ঝর্ণা।

গত কয়েক মাস আগে খোকন বিশ্বাস অন্য জেলায় কাজ করতে যান। মাঝে মধ্যে আসতেন। তবে প্রায় তাদের মধ্যে নানা বিষয়ে ঝগড়া লেগেই থাকতো।

মঙ্গলবার (৪ জুলাই) থেকে ঝর্ণা নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করলেও সন্ধান মেলেনি। পরে শুক্রবার দুপুরে বাড়ির পাশের বাঁশ বাগান থেকে গন্ধ বের হলে লোকজন গিয়ে ঝর্ণার অর্ধগলিত মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠান।

নিহতের ছেলে শফিকুল বলেন, আমি ঢাকায় থাকি। খোকন বিশ্বাস কয়েকদিন ধরে পলাতক। তার মোবাইল ফোনও বন্ধ। সে মাকে হত্যা করে পালিয়েছে। আমরা এর বিচার চাই।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি দুই তিনদিন আগের। মরদেহ ফুলে যাওয়ায় আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার সঠিক কারণ জানা যাবে। এছাড়া তার স্বামীর খোঁজ পাওয়া যাচ্ছে না। আশা করছি দ্রæত ঘটনার রহস্য বের হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/এএইচ/এএসএম