ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মানিকগঞ্জে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৮:২১ পিএম, ০৭ জুলাই ২০২৩

মানিকগঞ্জের দৌলতপুরে গোসলে নেমে সৌরভ (৭) ও জিনিয়া (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই বোন।

শুক্রবার (৭ জুলাই) বিকালে উপজেলার কলিয়া ইউনিয়নের ছিলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলো, ওই গ্রামের বুদ্ধু মিয়ার ছেলে সৌরভ ও সমেজ মিয়ার মেয়ে জিনিয়া।

নিহত দুই শিশুর চাচা দুলাল হোসেন জানান, সৌরভ ও জিনিয়া স্থানীয় মেঘনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। বিকালে বাড়ির পাশের একটি ডোবায় কয়েকজন শিশুর সঙ্গে তারা গোসল করতে যায়। সাঁতার না জানায় তারা দুজনে পানিতে ডুবে যায়।

পরিবারে সদস্যরা আধাঘণ্টা চেষ্টার পর তাদের মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা জানান, খবর পাওয়ার আগেই পানিতে ডুবে দুই শিশুর দাফন করা হয়েছে। পরে এলাকায় পুলিশ পাঠিয়ে খবর নেয়া হয়। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি।

বি.এম খোরশেদ/এএইচ/এএসএম