অতিরিক্ত ভাড়া আদায়
নড়াইলে ঈগল পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা
অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে নড়াইলে ঈগল পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৭ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
অতিরিক্ত যাত্রী পরিবহন ও ভাড়া আদায় বন্ধ এবং ঈদে ঘরে ফেরা মানুষ যাতে পুনরায় নির্বিঘে কর্মস্থলে ফিরতে পারেন সেটি নিশ্চিত করার লক্ষ্যে নড়াইলের বিভিন্ন বাস কাউন্টারে জেলা প্রশাসনের পক্ষ থেকে এদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, অভিযাকালে নড়াইল শহরে ঈগল পরিবহনের একটি কাউন্টারে যাত্রীদের কাছ থেকে নড়াইল থেকে ঢাকা পর্যন্ত ৭৫০ টাকা ভাড়া নিতে দেখা যায়। যদিও ৩০ জুন ভাড়া ছিল ৫৫০ টাকা।
এসময় কাউন্টারের ম্যানেজার অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো প্রকৃত কারণ জানাতে না পারায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য সতর্ক করেন।
এর আগে গত ৩ জুলাই অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে দেশ ট্রাভেলসকেও বড় ধরনের জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে নড়াইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ জানান, মহাসড়কে যাত্রী হয়রানি বন্ধ করতে নড়াইলে এ ধরনের অভিযান চলমান থাকবে।
হাফিজুল নিলুু/ইএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এনসিপি নেতাকে গুলি: চুয়াডাঙ্গা সীমান্তজুড়ে বিজিবির কড়া নজরদারি
- ২ ঘন কুয়াশা-হিম বাতাসে স্থবির কুড়িগ্রামের জনজীবন
- ৩ ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা ডা. আবু সাঈদ ফের গ্রেফতার
- ৪ এনসিপি নেতাকে আ’লীগের কর্মী হিসেবে গ্রেফতার, ওসিকে আদালতে তলব
- ৫ হেডফোন কানে দিয়ে রেললাইনে, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের