ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

`আ.লীগের আমলে জনগণ যাকে খুশী ভোট দিয়ে নির্বাচিত করতে পারে`

প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১৫ মার্চ ২০১৬

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন রাষ্ট্র নায়ক শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন হচ্ছে জনগণের ক্ষমতায়ন। অর্থাৎ জনগণকে ক্ষমতায়ন করা। জনগণের ক্ষমতায়ন করতে জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার ও কথা বলা অধিকার দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের এসব অধিকার ফিরিয়ে দিয়েছেন।

জিয়ার আমলে হুণ্ডা আর গুণ্ডা দিয়ে নির্বাচন করা হতো। এরশাদের আমলে নির্বাচন হতো মিডিয়া ক্ররুর মাধ্যমে। খালেদা জিয়ার আমলে নির্বাচন হতো সোয়া কোটি ভুয়া ভোটার দিয়ে। আর আওয়ামী লীগের আমলে জনগণ যাকে খুশী তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে। চলতি ইউনিয়ন পরিষদের নির্বাচনও হবে অবাধ ও সুষ্ঠ।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের রাবনা বাইপাস মোড়ে জেলা যুবলীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, আগে দেশে মঙ্গা হতো। মানুষ না খেয়ে মারা যেত। আর এখন একজন মানুষও না খেয়ে থাকেনা। বাংলাদেশ এখন মঙ্গার দেশ না। বাংলাদেশের খাদ্য এখন বিদেশে রফতানি করা হয়।

টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ। তিনি টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক হাসান ইমান খান সোহেল হাজারী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, আসাদুল হক আসাদ, দফতর সম্পাদক কাজী আনিছুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু, টাঙ্গাইল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিকসহ কেন্দ্রীয় জেলার অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এমএএস/আরআইপি