ভোলায় সি-সার্ভে সনদ ছাড়া নৌযান জব্দ, চালক-হেলপার আটক
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ডেঞ্জার জোনে যাত্রী পারাপারের সময় সি-সার্ভে সনদ ছাড়া একটি নৌযান জব্দ করেছে কোস্টগার্ড। এসময় চালাক মো. সবুজ ও হেলপার মো. সুমনকে আটক করা হয়।
রোববার (৯ জুলাই) দুপুরে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন।
আরও পড়ুন: ঝুঁকিপূর্ণ মৌসুমে চলাচল উপযোগী নৌযানের চরম সংকট
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল জানান, নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মজুচৌধুরীহাট ঘাট থেকে একটি সিসার্ভে সনদ ছাড়া নৌযান ডেঞ্জার জোন পাড়ি দিয়ে ভোলার ইলিশা ঘাটে আসছিল। ওই সময় মাঝ নদীতে নৌযানটি জব্দ ও চালক ও হেলপারকে আটক করা হয়। পরে ইলিশা ঘাটে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। দুজনক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভোলার ডেঞ্জার জোন এলাকায় সি-সার্ভে সনদ ছাড়া নৌযান চালাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম