ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে মানহীন ৩ হাসপাতাল মালিকের জরিমানা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১০ জুলাই ২০২৩

নোয়াখালীতে মানহীন দুটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ জুলাই) দুপুরে অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার কে এইচ তাসফিকুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. মো. সোহরাব হোসেনসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

নোয়াখালীতে মানহীন ৩ হাসপাতাল মালিকের জরিমানা

অভিযানে নোয়াখালী নিরাময় হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবদুস ছাত্তার ফরায়েজিকে ৫০ হাজার, এ্যাপোলো হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক গৌতম ভট্টকে একলাখ ও ডক্টরস ডায়াগনস্টিক কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক আজগর আলীকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: নোয়াখালীতে তিন হাসপাতালকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

মেডিকেল কর্মকর্তা ডা. মো. সোহরাব হোসেন জাগো নিউজকে বলেন, হাসপাতালগুলোতে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ লাইসেন্সসহ পরিবেশ, মাদক ও ফায়ার সার্ভিসের অনুমোদন ছিল না। এছাড়াও এ্যাপোলো হসপিটালে ডাক্তার নার্স ফার্মাসিস্ট কিছুই নাই। অন্যদিকে ডক্টরস কমপ্লেক্সে দুর্গন্ধ ও নোংরা পরিবেশ পাওয়া যায়।

নোয়াখালীতে মানহীন ৩ হাসপাতাল মালিকের জরিমানা

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার বলেন, বেসরকারি হাসপাতালগুলো অত্যাবশ্যকীয় জেনেও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে যেনতেনভাবে ব্যবসা চালিয়ে আসছেন। অভিযান চালিয়ে ওইসব প্রতিষ্ঠানকে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার কে এইচ তাসফিকুর রহমান জাগো নিউজকে বলেন, অনিয়মের সত্যতা পাওয়ায় নোয়াখালী নিরাময় হসপিটালকে ৫০ হাজার, এ্যাপোলো হসপিটালকে একলাখ ও ডক্টরস ডায়াগনস্টিক কমপ্লেক্সকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নোয়াখালীতে মানহীন ৩ হাসপাতাল মালিকের জরিমানা

র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, মানহীন অবৈধ বেসরকারি হাসপাতালগুলোতে জনগণ সেবা না পেয়ে উল্টো হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ ছিল। তাই জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ে তিনটি হাসপাতালে অভিযান চালানো হলো। ভবিষ্যতে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ৬ জুলাই (বৃহস্পতিবার) নোয়াখালীতে ইউনাইটেড, মুন ও আদর নামে তিনটি অনুমোদনহীন হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এতে সাড়ে তিনলাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে মুন হাসপাতাল থেকে দুই দালালকে আটক করা হয়।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম