ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পৌনে ১২ কোটি টাকা আত্মসাৎ

বগুড়ায় চার সরকারি কর্মকর্তার ১৫ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৬:২৬ পিএম, ১০ জুলাই ২০২৩

বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক তিন ব্যাংক কর্মকর্তাসহ চার সরকারি কর্মকর্তার ১৫ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আত্মসাৎ করা ১১ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৮৬৩ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে নির্দেশ দেওয়া হয়।

সোমবার (১০ জুলাই) দুপুর দেড়টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ অম্লান কুমার জিষ্ণু এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন দুপচাঁচিয়া সোনালী ব্যংকের সাবেক ক্যাশিয়ার আব্দুল বারী, আব্দুস সালাম, ইউনুস আলী ও উপজেলার সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা খলিলুর রহমান। তাদের প্রত্যেকের বিরুদ্ধে পৃথক পৃথক ধারায় মোট ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, দুপচাঁচিয়া উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা খলিলুর রহমান ওই তিন ব্যাংক কর্মকর্তাকে নিয়ে একটি চক্র গড়ে তোলেন। তারা উপজেলায় পেনশনধারীদের অর্থ দীর্ঘদিন ধরে ভুয়া কাগজপত্র তৈরি করে আত্মসাৎ করে আসছিলেন। এভাবে ক্ষমতার অপব্যবহার করে ১১ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৮৬৩ টাকা আত্মসাৎ করেন আসামিরা।

অভিযোগ পেয়ে ২০১৫ সালে বগুড়া দুদক কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। ২০১৬ সালে মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়।

পিপি আবুল কালাম আজাদ বলেন, অভিযোগপত্র দাখিলের পর ১৭ জনের সাক্ষ্য নেন আদালতে। এতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ১৫ বছরের কারাদণ্ড ও আত্মসাৎ করা অর্থ বাজেয়াপ্ত করার আদেশ দেন বিচারক।

এসআর/জেআইএম