ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাংবাদিক নাদিম হত্যা

ছাত্রলীগ নেতা শামীমকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৭:২৯ পিএম, ১০ জুলাই ২০২৩

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় গ্রেফতার ছাত্রলীগ নেতা শামীম গাজীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১০ জুলাই) দুপুরে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহম্মেদ এই নির্দেশ দেন।

আরও পড়ুন: সাংবাদিক নাদিম হত্যা: ছাত্রলীগ নেতা শামীম গাজী গ্রেফতার

মামলার বাদীপক্ষের আইনজীবী ইউসুফ আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শামীম গাজীকে আদালতে নেওয়ার পর পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে বিচারক উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে শামীমকে জেলগেটে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

এর আগে রোববার (৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পুরাতন গরুহাটি থেকে শামীম গাজীকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

আরও পড়ুন: সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবু বরখাস্ত

এ পর্যন্ত সাংবাদিক নাদিম হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন ১৬ জন। বিভিন্ন মেয়াদে রিমান্ড শেষে কারাগারে আছেন ১৫ আসামি। এর মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি বাবুসহ চারজন।

আরও পড়ুন: সাংবাদিক নাদিম হত্যা মামলা ডিবিতে হস্তান্তর

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম গত ১৪ জুন রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন। তার পরদিন বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

মো. নাসিম উদ্দিন/এমআরআর/জেআইএম