ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষে আরও একজন নিহত

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ১০:৫৭ এএম, ১১ জুলাই ২০২৩

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে।

নিহতরা হলেন-উপজেলার ভাটাপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে ছোটন (৫০), বড়গাছী কামারপাড়ার মৃত আলিম উদ্দিনের ছেলে মেহের আলী (৬৫) ও তার ভাই নাইমুল (৬৮) এবং উপজেলার গোসিরা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মনিরুল ইসলাম (৪৫)। এদের মধ্যে মনিরুল রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মারা যান।

আহতদের মধ্যে ইউনুস আলী (২২), মো. আমু (২২), মো. রায়হান (৩৫), সোলেমান আলী (৫০) ও রজব আলীকে (৩১) রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: রাজশাহীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ৩

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, সোমবার সকালে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে ১০ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে আরও একজন মারা যান।

ওসি আরও বলেন, ঘটনার পর পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় নিহতের পরিবারের লোকজন থানায় এসেছেন। তারা মামলার প্রক্রিয়া করছেন।

সাখাওয়াত হোসেন/জেএস/জেআইএম