ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইউপি সদস্যের খাটের নিচে মিললো ককটেল-রামদা

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১১ জুলাই ২০২৩

শরীয়তপুরের সখিপুর থানায় এক ইউপি সদস্যের খাটের নিচ থেকে তিনটি ককটেল ও একটি রামদা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আক্তার হোসেন (৪৫) উত্তর তারাবুনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।

সোমবার (১০ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে ওই রামদা ও ককটেল উদ্ধার করে পুলিশ।

jagonews24

সখিপুর থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত আড়াইটার দিকে উত্তর তারাবুনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তার খাটের নিচ থেকে তিনটি ককটেল ও একটি রামদা উদ্ধার করা হয়। এসময় তাকে আটক করা হয়। পরে এ ঘটনায় মামলা দিয়ে তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকেলে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, সোমবার রাতে উত্তর তারাবুনিয়া ইউনিয়ন যুবদল সভাপতি আক্তারের বাড়ির বাড়ির খাটের নিচ থেকে তিনটি ককটেল ও একটি রামদা উদ্ধার করে তাকে আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র এবং বোমা আইনে মামলা দিয়ে তাকে গ্রেফতার দেখানো হয়। পরে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এমআরআর/এমএস