ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পানি কমলেও দুর্ভোগ কমেনি তাহিরপুরে

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ১২:২৪ পিএম, ১৪ জুলাই ২০২৩

উজান থেকে আর পাহাড়ি ঢল না নামায় কমতে শুরু করেছে সুনামগঞ্জের নদ-নদীর পানি। এরই মধ্যে সুরমা নদীর পানি ১০ সেন্টিমিটার কমে বিপদসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে কমছে যাদুকাটা, বোলাই ও রক্তি নদীর পানি।

এতে করে তলিয়ে থাকা রাস্তাঘাট থেকে পানি নামতে শুরু করেছে। তবে এখনও বিশ্বম্ভরপুর উপজেলার দুর্গাপুর সড়ক তলিয়ে থাকায় তিনদিন ধরে সুনামগঞ্জ জেলার সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

jagonews24

আরও পড়ুন: পাহাড়ি ঢলে ফের ডুবলো সুনামগঞ্জের রাস্তাঘাট

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জাগো নিউজকে বলেন , গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত না হওয়ায় উজানের পাহাড়ি ঢল নামেনি। যার ফলে সুনামগঞ্জের নদীর পানি কমতে শুরু করেছে।

লিপসন আহমেদ/জেএস/জিকেএস