ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই নারীর মর্মান্তিক মৃত্যু

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০২:২৭ এএম, ১৬ জুলাই ২০২৩

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই নারী আরোহীর নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। শনিবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়ার ধুনট উপজেলার শ্যামগাতী গ্রামের জহির রায়হানের কলেজপড়ুয়া মেয়ে ফাতেমা খাতুন জীম (১৮) এবং জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম (২৫)।

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, একটি নম্বরবিহীন মোটরসাইকেল মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী গরুবোঝাই একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে খাদিজা চাকায় পিষ্ট হন এবং কলেজছাত্রী জিম ট্রাকের সঙ্গে ঝুলতে থাকেন। ওই অবস্থায় ধানগড়া এলাকায় পৌঁছালে স্থানীয়রা ট্রাকটি আটক করেন।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, এ দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। একজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। আরেকজন মারা গেছেন ট্রাকের সঙ্গে ঝুলন্ত অবস্থায়। ট্রাকটি হাটিকুমরুল হাইওয়ে পুলিশের কাছে পাঠানো হয়েছে।

এমএএম/কেএএ