মৌলভীবাজারে ১ লাখ ৪০ হাজার টাকার কারেন্ট জাল জব্দ
মৌলভীবাজারের হাকালুকি হাওরে অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার টাকার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে জড়িতদের ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
শনিবার (১৫ জুলাই ) মৎস্য রক্ষা ও সংরক্ষণের লক্ষ্যে কুলাউড়া উপজেলা প্রশাসন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় নিষিদ্ধ জাল ও মাছ ধরার বিভিন্ন কাঠামো অপসারণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটিং অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ বলেন, চলতি মৌসুমে দেরিতে বৃষ্টি হওয়ায় মাছের প্রজনন সময় চলছে। জেলেরা এখন মাছ ধরে অনেক ক্ষতি করছে। খবর পেয়ে আমরা অভিযান চালাই।
আরও পড়ুন: নোয়াখালীতে সাড়ে ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, উপজেলার হাকালুকি হাওরের, কাংলি গোবরকুরি, চিকনামাটি, মৎস্য অভয়াশ্রম সংলগ্ন এলাকায় নিষিদ্ধ কারেন্ট জাল এবং বের জাল দিয়ে মৎস্য শিকার করায় ১৯ জনকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এক লাখ ৪০ হাজার টাকার জাল জব্দ করে পুড়িয়ে নষ্ট করা হয়।

এছাড়া পঁচা মাছ ও নির্ধারিত আকারের চেয়ে ছোট মাছ বিক্রির অপরাধে কুলাউড়া পৌরসভার দক্ষিণ বাজারে তিন বিক্রেতাকে তিন হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জব্দ করা পঁচা মাছ মাটিচাপা দেওয়া হয়।
আব্দুল আজিজ/জেএস/জেআইএম