ঝিনাইদহে অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড
ঝিনাইদহে অস্ত্র মামলায় ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৭ জুলাই) দুপুরে এ রায় দেন সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা।
দণ্ডপ্রাপ্ত ফারুক সদর উপজেলার মহামায়া গ্রামের ফজলু বিশ্বাসের ছেলে। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসমাইল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়ের বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি রাতে ঝিনাইদহ সদর উপজেলার চান্দুয়ালী গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। তখন পালানোর সময় ফারুক হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে এক রাউন্ড গুলি ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
পরদিন তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। পরে ওই বছরের ১৭ মার্চ পুলিশ আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করে। সেই মামলার শুনানি শেষে আদালত ফারুক হোসেনকে অস্ত্র আইনের দুটি ধারায় ১০ বছর এবং সাত বছরের কারাদণ্ড দেন।
আব্দুল্লাহ আল মাসুদ/এমআরআর/এএসএম