ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রেললাইনে হাঁটছিলেন যুবক, ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন দেহ

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১৮ জুলাই ২০২৩

গাইবান্ধা সদর উপজেলায় রেললাইনে হাঁটার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় উল্লাস মিয়া (২৭) নামে এক যুবক মারা গেছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার খোলাহাটি ইউনিয়নের মোল্লাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উল্লাস মিয়া একই ইউনিয়নের পূর্বপাড়া এলাকার মৃত হামিদ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে উল্লাস মিয়া রেললাইনের পাশ দিয়ে হেঁটে বোনের বাড়ি যাচ্ছিলেন। মোল্লাবাজার এলাকায় পৌঁছালে লালমনিরহাট থেকে ছেড়ে আসা টুয়েন্টি ডাউন নামের একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

গাইবান্ধা রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক বদিউজ্জামাল বাদল জাগো নিউজকে বলেন, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শামীম সরকার শাহীন/এসজে/এএসএম